স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা জানতে চান? স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনার Smart NID Card হয়েছে কিনা জানতে পারেন। বিস্তারিত পদ্ধতি শেয়ার করা হয়েছে এখানে।

স্মার্ট কার্ড বাংলাদেশের এক কোটির বেশি ভোটারদের মাঝে বিতরণ করা হলেও এখনো অধিকাংশ ভোটার স্মার্ট কার্ড পাননি। যারা অনেক আগে ভোটার হয়েছেন কিন্তু এখনো স্মার্ট কার্ড পাননি, তাদের স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা চেক করে দেখার মাধ্যমে আমরা আপডেট জানতে পারবো।

তো চলুন, স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম জেনে নেয়া যাক।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

Smart Card Status Check করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/card-status লিংকে ভিজিট করুন। এনআইডি নাম্বার বা ফরম নাম্বার লিখুন। ফরম নাম্বার লিখলে শুরুতে NIDFN লিখতে হবে। দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন এবং ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।

আপনার স্মার্ট আইডি কার্ড তৈরি হলে তা দেখতে পারবেন। স্মার্ট কার্ড তৈরি হলে বিতরণের তারিখ এবং বিতরণ কেন্দ্রের নাম জানতে পারবেন এখানে। এছাড়া, স্মার্ট কার্ড যদি তৈরি না হয়ে থাকে, তাহলে সেটিও এখানেই জানতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করে অনলাইনে স্মার্ট এনআইডি কার্ড হয়েছে কিনা চেক করে দেখা যাবে। উপরোক্ত পদ্ধতিটি নিম্নে আরও বিস্তারিত তালিকা আকারে উল্লেখ করে দেয়া হয়েছে।

অনলাইনে স্মার্ট কার্ড চেক

  • ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status ওয়েবসাইট
  • এনআইডি নাম্বার লিখুন বা NIDFN লিখে স্পেস না দিয়ে ফর্ম নাম্বার লিখুন
  • দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন
  • ছবিতে দেখানো ক্যাপচা কোডটি লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন

এই পদ্ধতিগুলো অনুসরণ করে স্মার্ট আইডি কার্ড চেক করতে পারবেন এবং জানতে পারবেন আপনার স্মার্ট আইডি কার্ড তৈরি হয়েছে কিনা। তৈরি হলে বিতরণ কেন্দ্রে যোগাযোগ করে Smart ID Card সংগ্রহ করতে পারেন।

এছাড়া, আপনি চাইলে এসএমএস এর মাধ্যমেও স্মার্ট আইডি কার্ড চেক করতে পারবেন। এজন্য, নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করুন।

SMS করে স্মার্ট কার্ড চেক

এসএমএস এর মাধ্যমে আপনার স্মার্ট আইডি কার্ড তৈরি হয়েছে কিনা চেক করে দেখতে পারবেন। তবে, এসএমএস করে দুইটি পদ্ধতিতে স্মার্ট এনআইডি কার্ড চেক করা যায়। এনআইডি কার্ডের নাম্বার দিয়ে এবং ভোটার স্লিপ নাম্বার দিয়ে। নিচে দুইটি পদ্ধতি আলোচনা করা হয়েছে।

এনআইডি নাম্বার দিয়ে এসএমএস করে স্মার্ট কার্ড চেক

মোবাইলের ম্যাসেজ অপশনে যান। SC NID 874652728 ফরম্যাটে একটি এসএমএস লিখুন এবং সেন্ড করুন 105 নাম্বারে। ফিরতি ম্যাসেজে আপনার স্মার্ট আইডি কার্ড তৈরি হলে নাম্বার জানিয়ে দেয়া হবে।

উদাহরণ — SC NID 874652728 সেন্ড করুন 105 নাম্বারে।

এই পদ্ধতিতে স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা জানতে পারবেন। তৈরি হলে বিতরণ কেন্দ্রের নামও জানিয়ে দেয়া হবে। অতঃপর, আপনি চাইলে স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন।

ফরম নাম্বার দিয়ে এসএমএস করে স্মার্ট কার্ড চেক

ফরম নাম্বার দিয়ে স্মার্ট কার্ড চেক করতে মোবাইলের ম্যাসেজ অপশনে যান। টাইপ করুন SC F 3374827299 31-11-1989 এবং সেন্ড করুন 105 নাম্বারে। এখানে, SC F লেখার পর ফরম নাম্বার লিখুন এবং দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। ফিরতি ম্যাসেজে স্মার্ট কার্ড হয়েছে কিনা জানিয়ে দেয়া হবে।

উদাহরণ – SC F 3374827299 31-11-1989 সেন্ড করুন 105 নাম্বারে।

এই পদ্ধতিতে এসএমএস করে Smart Card Status Check করতে পারবেন এবং স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা এবং বিতরণ কেন্দ্রের নাম জানতে পারবেন।

শেষ কথা

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার মাধ্যমে পুরাতন ভোটাররা তাদের স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা জেনে নিতে পারবেন। যাদের স্মার্ট কার্ড তৈরি হয়েছে, তারা বিতরণ কেন্দ্র থেকে সংগ্রহ করতে পারবেন। নতুন ভোটারদের ক্ষেত্রে স্মার্ট কার্ড পেতে অপেক্ষা করতে হবে।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *