ভোটার নিবন্ধন করার পর যে ভোটার স্লিপ দেয়া হয়, সেটি হারিয়ে ফেলেছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্যই।
ভোটার স্লিপে থাকে একটি ফরম নাম্বার। উক্ত ফরম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে অনলাইনে ভোটার আইডি কার্ড চেক কিংবা ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যায়। তবে, আপনি যদি সেই ভোটার স্লিপটি হারিয়ে ফেলেন, তাহলে কিভাবে আইডি কার্ড পাবেন সেটি জানতে পারবেন এখানে।
তো চলুন, ভোটার স্লিপ হারিয়ে গেলে বা ফরম নাম্বার মনে না থাকলে কিভাবে আইডি কার্ড পেতে হয় জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
ভোটার স্লিপ কি
ভোটার হতে চাইলে ভোটার নিবন্ধন করতে হয়। আপনি যদি সরাসরি ভোটার নিবন্ধন করেন, তাহলে একটি ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করার পর জমা দেয়ার সময় ফরমের ছোট্ট একটি অংশ দেয়া হয়। উক্ত অংশটিকেই ভোটার স্লিপ বলা হয়। এই ভোটার স্লিপে একটি ফরম নাম্বার দেয়া থাকে।
ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয়
ভোটার স্লিপ হারিয়ে গেলেও আমরা ভিন্ন পদ্ধতি অবলম্বন করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবো। ভোটার আইডি কার্ড অনলাইনে ডাউনলোড করার জন্য এনআইডি একাউন্ট রেজিস্টার করতে হবে। যা আমরা ফরম নাম্বার ছাড়াও করতে পারবো।
ভোটার স্লিপ হারিয়ে গেলে আইডি কার্ড সংগ্রহ করার দুইটি পদ্ধতি রয়েছে। এগুলো হচ্ছে —
- এনআইডি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন
- নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করে ফরম/এনআইডি নাম্বার সংগ্রহ
এই দুইটি পদ্ধতির যেকোনো একটি অনুসরণ করেই আমরা এনআইডি অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবো। এই পদ্ধতিগুলো নিয়ে নিচে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন, জেনে নেয়া যাক।
এনআইডি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন
নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করার পর ভোটার আইডি কার্ড তৈরি হলে নিবন্ধন করার সময় দেয়া মোবাইল নাম্বারে এনআইডি কার্ডের নাম্বার এসএমএস করে জানিয়ে দেয়া হয়। আপনি যদি উক্ত নাম্বারটি পেয়ে থাকেন, তাহলে আপনার জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারবেন।
এক্ষেত্রে, আপনার ভোটার স্লিপটি হারিয়ে গেলে বা ফরম নাম্বার মনে না থাকলেও একাউন্ট রেজিস্টার করে আইডি কার্ড ডাউনলোড করতে বা এনআইডি সেবা নিতে পারবেন।
এনআইডি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন। প্রথম ঘরে এনআইডি নাম্বার লিখুন, দ্বিতীয় ঘরে জন্ম তারিখ লিখুন এবং ক্যাপচা পূরণ করে সাবমিট করুন।
নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ
ভোটার স্লিপ হারিয়ে গেলে এবং ফরম নাম্বার মনে না থাকলে নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে হবে। এরপর, তাদেরকে জানাতে হবে যে আপনার ভোটার স্লিপটি হারিয়ে ফেলেছেন। তাহলে, তারা আপনার নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং ব্লাড গ্রুপ সহ বেশ কিছু তথ্য জানতে চাইবে।
তাদেরকে সঠিক তথ্য প্রদান করুন। এরপর, তারা আপনার দেয়া তথ্য যাচাই-বাছাই করে সঠিক হলে আপনাকে এনআইডি কার্ডের নাম্বার বা ভোটার স্লিপে থাকা ফরম নাম্বারটি জানিয়ে দিবে। অতঃপর, আপনি সেটি ব্যবহার করে আইডি কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবেন।
তবে, আপনি যদি ভোটার নিবন্ধন করার পর এসএমএস এর মাধ্যমে এনআইডি নাম্বার পেয়ে থাকেন, তাহলে প্রথম পদ্ধতিটি অনুসরণ করে অ্যাকাউন্ট নিবন্ধন করুন। এতে করে আপনাকে আলাদা করে নির্বাচন কমিশন অফিসে যেতে হবেনা।
শেষ কথা
ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয় কি এবং কিভাবে ভোটার আইডি কার্ড পাবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি এই পোস্টে। যারা ভোটার স্লিপ হারিয়ে ফেলেছেন, তারা পোস্টটি সম্পূর্ণ পড়লে আপনার আইডি কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।