এনআইডি ফরম নাম্বার ভুল দেখাচ্ছে? কিভাবে সমাধান করবেন জানেন না? তাহলে এই পোস্টটি আপনার জন্যই।
এনআইডি একাউন্ট রেজিস্টার করার সময় যদি আপনার এনআইডি ফরম নাম্বার ভুল দেখায়, তাহলে একাউন্ট নিবন্ধন করা যায়না। অনেকেই ভোটার আইডি কার্ড চেক করতে বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।
এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে। চলুন, বিস্তারিত জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
NID ফরম নাম্বার ভুল দেখালে করণীয়
ভোটার আইডি কার্ড চেক বা ডাউনলোড করার সময় ভোটার একাউন্ট নিবন্ধন করতে হয়। একাউন্ট নিবন্ধন করার সময় ফরম নাম্বার ভুল দিলে এই সমস্যা দেখা দেয়। ভোটার স্লিপে থাকা ফরম নাম্বারটি সঠিকভাবে লিখলে সমস্যাটি সমাধান হয়ে যাবে। তবে, ফরম নাম্বারে লেখার আগে অবশ্যই NIDFN লিখতে হবে। উদাহরণ – NIDFN324758483
অর্থাৎ, ভোটার স্লিপে থাকা ফরম নাম্বার দিয়ে একাউন্ট নিবন্ধন করার সময় অবশ্যই শুরুতে NIDFN লিখতে হবে। NIDFN না লিখে যদি শুধু ফরম নাম্বার লিখে একাউন্ট নিবন্ধন করার চেষ্টা করেন, তাহলে ফরম নাম্বার ভুল সমস্যাটি দেখাবে।
এছাড়া, আপনি যদি NIDFN লেখার পরেও এই সমস্যা দেখা দেয়, তাহলে NIDFN এবং ফরম নাম্বারের মাঝে কোনো স্পেস আছে কিনা দেখুন। কারণ, স্পেস থাকলেও এই সমস্যাটি দেখা দিবে। NIDFN লেখার পর ফাঁকা না রেখেই ভোটার স্লিপ নাম্বার লিখতে হবে।
তারপরেও যদি একই সমস্যা দেখায়, তাহলে আপনার ফরম নাম্বারটি ঠিক আছে কিনা যাচাই করে দেখুন। ফর্ম নাম্বার ঠিক থাকার পরেও সমস্যা দেখা দিলে জন্ম তারিখ ঠিক লিখেছেন কিনা দেখুন। জন্ম তারিখ অবশ্যই দিন-মাস-বছর এই ফরম্যাটে লিখতে হবে। এছাড়া, জন্ম তারিখ বা মাস ১ – ৯ হলে শুরুতে ০ (শূন্য) লিখতে হবে। উদাহরণ – 03-08-2001
এই কাজগুলো করলে NID ফরম নাম্বার ভুল সমস্যাটি আর দেখাবে না।
ফরম নাম্বার ও জন্ম তারিখ ভুল দেখালে করণীয়
এনআইডি ফরম নাম্বার ও জন্ম তারিখ ভুল দেখালে করণীয় হচ্ছে আপনার দেয়া তথ্য যাচাই করে দেখুন। ভোটার স্লিপে থাকা ফরম নাম্বার লেখার আগে NIDFN লিখেছেন কিনা যাচাই করুন। NIDFN লিখে স্পেস দিয়ে থাকলে রিমুভ করুন। এছাড়া, সঠিক জন্ম তারিখ লিখুন।
ভোটার নিবন্ধন করার সময় দেয়া জন্ম তারিখ লিখতে হবে। দিন-মাস-বছর এই ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। আপনার দেয়া তথ্য সঠিক হলে একাউণ্ট নিবন্ধন করতে পারবেন। তথ্য ভুল থাকলে এই সমস্যা দেখা দিবে।
তবে, আপনার ভোটার আইডি কার্ড যদি তৈরি না হয়, সেক্ষেত্রেও এই সমস্যাটি দেখা দিতে পারে। তাই, ভোটার নিবন্ধন করার পর এক মাস পর ভোটার একাউন্ট নিবন্ধন করার চেষ্টা করুন। তাহলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে।
শেষ কথা
NID ফরম নাম্বার ভুল দেখালে করণীয় কি এবং জন্ম তারিখ ভুল দেখালে করণীয় কি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এই পোস্টে। যারা এনআইডি একাউন্ট নিবন্ধন করার সময় ফরম নাম্বার ভুল সমস্যায় পড়েছেন, তারা পোস্টে উল্লিখিত বিষয়গুলো অনুসরণ করলে এই সমস্যাটি সমাধান করতে পারবেন।